আকাশ জল -কবি ফাহমিদা সুহা‘এর কবিতা

0
357
Fahmida Suha

আকাশ জল

কবি ফাহমিদা সুহা

অবিরাম ঝরছে আকাশ জল
গাছপালা,রাস্তা ঘাট,
সব ভিজিয়ে একাকার !
টুপটাপ করে একরাশ শব্দকে ঘিরে
স্বেচ্ছায় ঝরছে কাল রাত থেকে,
“কখনো” কারো কুড়ের ঘরের বেড়ায়,
“কখনো” কারো টিনের চালে,
আবার কারো বিশাল অট্টালিকায়।
তবুও সে- বাধাহীন ঝরছেই,
এ আকাশ জলে ভিজছে কেউ স্বেচ্ছায়
আবার কেউ অনিচ্ছায়;
ভিজছে কারো শুকনো কাপড়,
কারো শুকনো মনের পাতা, “নয়নো”
টেবিলে রাখা ডায়রী বই খাতা ?
খোলা জানালার কোল বেয়ে আসা
জলের ধারা এভাবেই ভেজাছে !
কারো চোখের জলে মিশছে,
বন্ধ ‘দু’চোখের পাপড়ি ভেজাচ্ছে,
আবার কারো ঘরের নকশা করা চাঁদর
কিংবা কারো বিয়ের নতুন মাদুর !

Advertisement
উৎসFahmida Shuha
পূর্ববর্তী নিবন্ধবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগাতিপাড়ায় ছাত্রলীগের বৃক্ষরোপন
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধে এক বিধবাকে মারপিট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে