আকাশ জল
কবি ফাহমিদা সুহা
অবিরাম ঝরছে আকাশ জল
গাছপালা,রাস্তা ঘাট,
সব ভিজিয়ে একাকার !
টুপটাপ করে একরাশ শব্দকে ঘিরে
স্বেচ্ছায় ঝরছে কাল রাত থেকে,
“কখনো” কারো কুড়ের ঘরের বেড়ায়,
“কখনো” কারো টিনের চালে,
আবার কারো বিশাল অট্টালিকায়।
তবুও সে- বাধাহীন ঝরছেই,
এ আকাশ জলে ভিজছে কেউ স্বেচ্ছায়
আবার কেউ অনিচ্ছায়;
ভিজছে কারো শুকনো কাপড়,
কারো শুকনো মনের পাতা, “নয়নো”
টেবিলে রাখা ডায়রী বই খাতা ?
খোলা জানালার কোল বেয়ে আসা
জলের ধারা এভাবেই ভেজাছে !
কারো চোখের জলে মিশছে,
বন্ধ ‘দু’চোখের পাপড়ি ভেজাচ্ছে,
আবার কারো ঘরের নকশা করা চাঁদর
কিংবা কারো বিয়ের নতুন মাদুর !
Advertisement