বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগাতিপাড়ায় ছাত্রলীগের বৃক্ষরোপন

0
264
Tree, বৃক্ষ রোপন

সেলিম রেজা, বাগাতিপাড়া নাটোরকন্ঠ: নাটোরের বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগ বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। আজ শুক্রবার (৫ জুন) সকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান বিদ্যুৎ এর নেতৃত্বে বাগাতিপাড়া উপজেলার ইউএনও পার্ক থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু জায়গায় গাছের চারা রোপণ করে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন শান্ত, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলিফ মাহমুদ শান্ত। এসময় ছাত্রলীগ নেতারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বেশি করে গাছ লাগিয়ে আমাদের এই পরিবেশকে বাঁচাতে হবে। তাই তাঁর নির্দেশনা অনুযায়ী বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগ বিশ্ব পরিবেশ দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে এই কর্মসূচি হাতে নিয়েছে। দলমত নির্বিশেষে সকল পেশা ও শ্রেণীর মানুষদের বৃক্ষরোপণ করে পরিবেশ বাঁচাতে অনুরোধ জানান তারা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগণপরিবহনে ভাড়া বৃদ্ধি, প্রাইভেট গাড়ির রোড ট্যাক্স বাড়েনি কেন?
পরবর্তী নিবন্ধআকাশ জল -কবি ফাহমিদা সুহা‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে