“আত্মকথন” কবি আজাদুর রহমান ‘এর কবিতা

0
623
www.natorekantho.com আজাদুর

“আত্মকথন”

কবি আজাদুর রহমান ‘এর কবিতা

কমা নেই, সেমিকোলন নেই,
বিরতি নেই কোনও।
পথে পথে দীর্ঘ দাঁড়ি
থমকে আছে বনও।।

কোথায় যাব, কার কাছে যাব
অতিদীর্ঘ এ দীর্ঘশ্বাস।
যতদুর চোখ যায়, ছারখার বাড়িঘর
পর আপন-এ পরবাস ।।

পা থেকে ছিঁড়ে গেছে পথ
ঘাট নেই, সিঁড়ি নেই।
যেতে যেতে, ফিরে দেখি
আটকে আছি সেখানেই।।

মনে-তে মেঘের বাসা
আংগুলে পাখির উড়াল।
মানুষের অসুখের পাশে
শুয়ে আছে অলস বিড়াল।।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“তারুণ্যের চন্দ্রিমা” কবি বেণুবর্ণা অধিকারীর কবিতা
পরবর্তী নিবন্ধ“পাহাড়ের স্বরলিপি” কবি শাহিনা রঞ্জুর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে