আত্মকথন ০১ – মোহাম্মদ সেলিম এর কবিতা

0
229
www.natorekantho.com

আত্মকথন ০১
মোহাম্মদ সেলিম

দূরগ্রাম হাহাকার
সেই স্মৃতি কবেকার
শালুকের অন্ধমায়া
পুড়িয়েছে কত ছায়া !

জীবন বেতালে চলে
সীমান্ত হিসাব ভুলে
আধ-পোড়া অন্ধকারে
চিনি শুধু চিনি তারে।

বিকেলে নদীর ঘাটে
পাখিরা অযথা হাঁটে
শিকারীর লাল চোখ
বিলাসী সে বোঝে না !

কত কত দীর্ঘ রাত
তুমি ছিলে সাথে সাথ
রঙের ঝিলিকে মেতে
মুছে গেছে সব পথ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএকদিন আলো ঠিক আসবে – কামাল খাঁ এর সমকালীন ছড়া
পরবর্তী নিবন্ধগোপালপুর পৌরসভা নির্বাচনে প্রচারণায় উমা চৌধুরী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে