আত্মজা -কবি রুমি চৌধুরী‘এর কবিতা

0
235
Rumi Chowdhury

আত্মজা

কবি রুমি চৌধুরী

স্নেহের নিম্নগামী প্রবাহের স্রোতস্বিনী ধারা
নিরন্তর বয়ে চলে অনন্তের পানে
আভূমি আনত হয়ে তুলে এনেছিলাম মাটির অমলিন ঘ্রাণ,
তুলতুলে একটি পুতুল।
সেই পরম ভালোবাসার পুতুলটি আজ
জীবনের দরজায় দাঁড়িয়েছে মঙ্গলদীপ হাতে
আমিও দিয়েছি তাতে লৌকিক সলতে জ্বেলে
মমতার পাহাড় ঠেলে যৌথজীবনের অনুপম প্রতিশ্রুতিতে
করতলে তুলে নিলো নির্মল আলোর রোশনাই
যাপনের গলিপথ জুড়ে আছে আবাহন সঙ্গীত
কালের অমল প্রাসাদে বাজে আগমনী সুর।
কখনো এই আমাকেই দেখি আমি তার ভিতর
সেই পঁচিশ বসন্ত আগের…
নাড়ির বন্ধন কি আলগা হয় কখনো!
নিঠুর কোন নিয়মে!
কোন সম্প্রদানে!
দায়িত্বের কঠিন ভার কমলেও
কমে না তো হৃদয়ের অসীম ভার
হায়! হৃদয়তো হয় না নির্ভার!
নতুন জীবন তোমারে জানালো অভিবাদন
মমতার ডালা হাতে আমি বসে থাকি ঠায়
করি নিয়ত নিয়তির অশ্রু সংবরণ।

Advertisement
উৎসRumi Chowdhury
পূর্ববর্তী নিবন্ধভাঙলে তো ভাঙ্গাই যায় ! -দেবাশীষ সরকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে