আত্রাই নদীতে সৌতিজাল উচ্ছেদে অংশ নিলেন প্রতিমন্ত্রী পলক

0
254

আত্রাই নদীতে
সৌতিজাল উচ্ছেদে অংশ নিলেন প্রতিমন্ত্রী পলক

রাজু আহমেদ, সিংড়া, নাটোর কণ্ঠ:
নাটোরের সিংড়ায় আত্রাই নদীর বিভিন্ন পয়েন্টে সৌতি জাল স্থাপন করায় নদী তীরবর্তী মানুষের ক্ষয়ক্ষতি এবং বন্যায় প্লাবিত হয়। সর্বশেষ বাঁধ ধ্বসে ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়। এমন পরিস্থিতিতে আত্রাই নদীতে সৌতি উচ্ছেদে জেলা ও উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে সৌতি উচ্ছেদে অংশ নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার তিনি প্রায় ২০ টি নৌকা যোগে শত শত নেতাকর্মী ও প্রশাসনের অংশগ্রহণে সৌতি অভিযানে নামেন। সিংড়া থেকে বিলদহর পর্যন্ত তাঁর নেতৃত্বে সৌতি জাল উদ্ধার এবং বাঁধ অপসারন করা হয়।

সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি ও পরিবেশ কর্মী রাজু আহমেদ জানান, আত্রাই নদীর অব্যহত পানি বৃদ্ধির কারনে সিংড়া পৌর এলাকা প্লাবিত হয়। বুধবার সকালে পৌর এলাকার শোলাকুড়া বাঁধ ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রায় ১৫ টি ঘরবাড়ি ধ্বসে যায়। এতে নি:স্ব হয়ে পড়েছে এসব পরিবার। সৌতি জালের কারনে পানির প্রবাহ বাধাগ্রস্ত হবার কারনে বাঁধ ভেঙ্গে গেছে। তাছাড়া নদীর শাখা, প্রশাখা বাঁধ দেয়ায় নদীর পানির এবার বিপদসীমার ১১১ সে: মি: উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এজন্য সৌতির অভিযান যৌক্তিক।

রাজু আহমেদ
০৩/১০/২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় উত্তরবঙ্গ মিডিয়া হাউজের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধসারাদেশে চলমান ধর্ষণের বিচার নিশ্চিত করার দাবিতে নাটোরে মানববন্ধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে