আবেদন -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
557
Shaheena Ronju

আবেদন

কবি শাহিনা খাতুন

তোমার বরাবর
একটা আবেদন করে বসে আছি
ভালবাসার আবেদন
তোমার খাতায় নাম লেখাবো বলে
লাইনে দাড়িয়ে আছি চুপ করে।
কোলাহল কমে গেলে একবার
সামনে গিয়ে দাঁড়াবো
তোমার পাশে যিনি টালি খাতা নিয়ে
কলম হাতে করে বসে আছে
যদি একবার তাকে বলে দাও
নামটা একবার লিখে নিতে
যদি বল ও বড় নাছোড় বান্দা
ওর নামটা লিখে নে
তারপর যদি ওকে একবার দেখে নিতে বল
নাহলে ফিরবার এসে ঠিক খুঁজবো
তালিকায় নামটা ঠিকঠাক আছে কিনা
তখন তোমাকেই উত্যক্ত হতে হবে।
যদি তুমি দাখিল করে নাও
তবে দেখো ঠিক পাখি হয়ে যাবো
আমার হাত দুটো পাখা হয়ে যাবে
আমি রোজ রাতে তোমার পায়ে
মাথা রেখে ঘুমিয়ে পড়বো
হাজারো লোকের ভিড়ে পাখি হয়ে
কোলে এসে বসবো
তোমার কোন প্রিয়জন যদি প্রশ্ন করে
তুমি বলে দেবে
আর বলোনা ও একটা পাগল পাখি।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধনাটোরে তিন বাড়ি লকডাউন
পরবর্তী নিবন্ধমরীচিকা -শাপলা জাকিয়া ভৌতিক গল্প -পর্ব-১৪

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে