আমার রাজ্যে তুমি নেই -কবি ফাহমিদা ইয়াসমিন‘এর কবিতা

0
868
Fahmida Yasmin

আমার রাজ্যে তুমি নেই

কবি ফাহমিদা ইয়াসমিন

প্রতি রাতে যখন গহীন আঁধার নেমে আসে
চারদিক যখন হতাশায় ছেয়ে যায়
তখন একটু আশ্রয়ের খোঁজে, তোমার কাছে যাই
আর সেই আশ্রয়টুকু যদি না পাই
যখন ভাবি কিংবা বুঝতে পারি
তুমি নেই
আমার চারপাশ তুমিহীন ভাবলেই
আমার ভেতরে বিশাল শূন্যতা ঘিরে ধরে
মাগো তুমি ছাড়া আমি একেবারে অচল হয়ে গেছি
আমার সুখের রাজ্যে এখন কেবল হাহাকার
কেবলই নাই নাই খা খা করছে
তোমার স্মৃতিগুলো আমায় ভাসিয়ে নিচ্ছে
কষ্টের গহীনে।
তোমার মমতাময়ী হাতের স্পর্শ
তোমার আদরমাখা আলতো কথার সান্ত্বনা
আমাকে আর কেউ দেবে না।

আমি তোমাকে হারাইনি
আমার সুখ হারিয়ে ফেলেছি
হারিয়ে গেছে আমার সান্ত্বনার আশ্রয়।

Advertisement
উৎসFahmida Yasmin
পূর্ববর্তী নিবন্ধনাটোর থেকে টিকিট না পেয়ে যাত্রী উঠতে পারেনি ট্রেনে !
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে