“আমি চেয়ার বলছি”- আমিনুল ইসলাম এর কবিতা

0
1182
আমিনুল কবি

আমি চেয়ার বলছি
আমিনুল ইসলাম

তোমরা যারা আমাকে পেয়েছো এবং পছন্দ করো,
কিছু মনে করো না,
তোমাদের ভালোবেসেই বলছি—–
চেয়ারের জোর করছো, করো– কিন্তু খুব বেশি করো না
আর এই জোরে তোমরা অভ্যস্ত হয়ে যেও না।

চিরউঁচু হিমালয়ের শপথ,
শপথ অনিঃশেষ সূর্যালোকের,
এই দিন দিন নয়, আরও দিন আছে–
সেদিন আজকের এই চেয়ারটা-
কোমল অন্তর্বাসের আনুগত্যে
তোমার সাথে যাবে না
আমি চেয়ার– তসলিমা নাসরিনের প্রেম–
যে কখনো কারো স্থায়ী মিরাস হতে শিখিনি।

তবু যেভাবেই হউক, আমাকে পেয়েছো যখন–
চেয়ারের আরামটুকু ভোগ করছো, করো,
আমি নিরুৎসাহিত করবো না
কিন্তু চেয়ারের গরমে অত ওজন বাড়িও না
যেদিন চেয়ার থাকবে না, সেদিনও
ওই মাংসের ভার বহন করতে হবে তোমাকে।
মাংসপেশী বেশি হলে, সেদিন
অই উদ্ধত মাংসপেশী নজরে পড়বে
কালের কুকুরের—ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ !
এমনটা কতদিন ধরেই তো দেখে আসছি !

আর হ্যাঁ, সত্যিকথা বলতে আমার লজ্জা নেই
আমি চেয়ার খুব পিছলা স্বভাবের
যাদুবাস্তবতার তেল মেখে মাঝে মাঝে বাঁশ হয়ে উঠি।
এবং জ্ঞানীদের জন্য বহু দৃষ্টান্ত ইতিহাসে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“জীবন চক্র”-মুন রায় চৌধুরী’র কবিতা
পরবর্তী নিবন্ধকবি আক্তারুজ্জামান লেবু সুস্থ হয়ে ফিরে আসুক-আশরাফ জুয়েল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে