“আমি তো আসিনি” -কবি নাজিম উদ্দিন প্রিন্স‘এর কবিতা

0
580
মোঃ নাজিম উদ্দিন প্রিন্স
আমি তো আসিনি
কবি নাজিম উদ্দিন প্রিন্স

আমি আসিনি কোন কবিতার মঞ্চ
ধুম ধাম করে কাঁপাতে;
এসেছি শুধু তোমাদেরই মাঝে,
তোমাদেরই একজন হতে।

চাই না পেতে প্রশংসার আদর,
মিথ্যা ভালবাসা;
একটু শুধু ফুটতে দিও,
সেইতো বড় আশা।

মাটির সাথে বসতি আমার,
গায়ে সোঁদা ঘ্রাণ;
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে,
বয়ে চলেছি প্রাণ।

সেই প্রাণে আছে মন,
আকাশ সমান;
শুদ্ধতা প্রকাশে সে তো,
সদা বহমান।

বইতে গিয়ে কভু যদি,
বাধা পড়ে যায়;
ক্ষমা করে দিও তোমরা,
আপন মহিমায়।

#বুনো. ১১-০৩-২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধশুভ জন্মদিন ……..
পরবর্তী নিবন্ধ‘চিরঞ্জীব’ – কামরুল হাসান কামু’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে