আম নিয়ে চাঁদাবাজিসহ যেকোন ধরনের বাধা শক্তহাতে দমন করা হবে-পুলিশ সুপার লিটন কুমার সাহা

0
321
Liton

নাটোরকন্ঠ: নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেছেন, আম নিয়ে চাঁদাবাজি,পরিবহন সমস্যা,যেকোন ধরনের বাধ্ শক্ত হাতে দমন করা হবে। আপনাদের অভিযোগ থাকলে বলুন আমরা আপনাদের পাশে আছি। আজ বড়াইগ্রামের আহম্মেদপুরে আমের নিরাপদ উৎপাদন, আহরণ ও সুষ্ঠু বাজারজাতকরণের লক্ষ্যে উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের সাথে বিশেষ মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
রবিবার সকাল সাড়ে এগারোটায় নাটোর আহম্মেদপুর বাজার আম ব্যবসায়ী, আড়ৎদার ও আমবাগানীদের সাথে বর্তমান করোনা কালিন পরিস্থিতে নিরাপদ আম উৎপাদন, ব্যবসা ও বাজারজাত করনে চ্যালেঞ্জ এবং করোনিও বিষয়ে একবিশেষ মতবিনিময় সভায় মিলিত হন নাটোর জেলা পুলিশ প্রধান লিটন কুমার সাহা পিপিএম। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার সহ আড়ৎদার ব্যবসায়ী ও আমবাগানীরা। মতবিনিময় শেষে পুলিশ সুপার লিটন কুমার সাহা আহম্মদপুর বাজারে একটি অস্থায়ী পুলিশ বক্স উদ্বোধন করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে আজো প্রশাসনের অভিযান, স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জনের অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধনাটোরে করোনাকালে সরাসরি কৃষকের ধান ক্রয় করে ন্যায্য মুল্য নিশ্চিতের দাবি বিএনপির

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে