আর যদি খুঁজে না পাই তোমাকে -কবি জিল্লুর রহমান‘এর কবিতা

0
427
Zillur Rahman

আর যদি খুঁজে না পাই তোমাকে

কবি জিল্লুর রহমান

আর যদি খুঁজে না পাই তোমাকে
কিংবা যদি খুঁজে না পাও আমাকে
প্রান্তরে বা পেভমেন্টে আকাশে
বা জলের কল্লোলে-
যদি কোন লুণ্ঠন সংঘটিত হয়
অন্তর্ঘাত বা আত্মঘাতে
আমরা বেঁচে থাকবো
অনন্তকাল পরস্পরের বুকে
কিংবা আমরা বেঁচে থাকবো
পরস্পর অনন্তকালের বুকে
সহজ কবিতার মতো
কঠিন এক পাথর আমার বুকে চেপে আছে
আমি চশমা খুলে তোমাকে দেখতে থাকি
আবার চশমা পরে তোমাকে দেখতে থাকি।
হাতে এলার্জির দাগ-
চোখের পাতার চামড়া উঠে আসছে
আমার চোখেই যেনো জলধারা,
আমি শুধু তোমাকেই দেখি
আমার বুকে চেপে থাকা জগদ্দল পাথর কুয়াশা হয়ে
রৌদ্রের আলোয় মিলিয়ে যায় যেনো কোন অজ্ঞাত
পুষ্প ঘ্রাণ-সমুদ্রের পাড়ের কোনো শঙ্খ ধ্বনি।
নির্বাণ চাইনা তাই,
পাপে ডুবি পাপের পাতালে কিছু শালুক কুড়াই
মদোগন্ধ সোঁদাগন্ধ মিলেমিশে ঘুম নিয়ে আসে…
তোমাকে সমুদ্রে নেব পরজন্মে ভোরের বাতাসে।

Advertisement
উৎসZillur Rahman
পূর্ববর্তী নিবন্ধনাটোরে পলিটেকনিক ইনস্টিটিউটের অধিগ্রহণকৃত জমির মূল্য প্রদান
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে শিক্ষাগুরু হাজী সোহরাব হোসেন স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে