আহারে প্রেম ছোট ফুলের -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
920
Shaheena Ronju

আহারে প্রেম ছোট ফুলের

কবি শাহিনা খাতুন

স্বপ্নের পাশে প্রাচীর গড়েছি
ফুরিয়ে যাচ্ছে অমূল্য সময়
কী দিয়ে বেঁধেছি আঁকাশ?
এই যে দেখো আঁচলে বেঁধেছি।
প্রেমে তোমায় ধরতে পারিনি
তাই বিরহে আজকে ধরেছি।
একটুখানি সবুজ পাতা
একটুখানি ঘাসের ফুল
কে দেবে তার মূল্য বলো
কেই বা বানায় কানের দুল?
পায়ের নিচে পৃষ্ট হয়ে
মুছে যায় সে অনুক্ষণ
তবুও তার স্বপ্ন আছে
হয়তো সবই অকারণ।
বসে থাকে কার অপেক্ষায়
পিপড়েটাই জানে তা
আহারে প্রেম ছোট ফুলের
কেউ সে খবর রাখলোনা।
আঁকাশ জুড়ে মেঘের মেলা
বাতাস সেও প্রবল খুব
মৌমাছিটা দৌড়ে আসে
কানে কানে কথা আছে
বলতেই হবে একটু থামাও কলরব
ঐ সে আসে দেখবে নাকি?
যার প্রতিক্ষায় দিন গুনেছো
এসো তবে সঙ্গে আজ।
আমারতো ভাই পাখা নেই
উড়তে আমি পারিনা
তবে আমায় যদি উপরে ফেলো
সঙ্গে তোমার যাবো আমি
প্রেমের মূল্য দেখাবো আজ
দয়া যদি কর তুমি।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে ২৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধযে কোনো দূর্যোগ পরিস্থিতিতে বিএনপি মানুষের পাশে থাকে-এ্যাড.এম ইউসুফ আলী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে