ইউএনও ওয়াহিদার উপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

0
298

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা ও তার কন্যা ইউএনও ওয়াহিদার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বড়াইগ্রাম, নাটোর কণ্ঠ:
নাটোরের বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা ওমর আলী সেখ ও তার মেয়ে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহি অফিসার ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে বক্তব্য রাখেন নবনিযুক্ত উপজেলা নির্বাহি অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মোসলেম উদ্দিন সেখ, শাহাদৎ হোসেন প্রমুখ।।

উল্লেখ্য গত বুধবার মধ্যরাতে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে ঢুকে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এতে পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও ইউএনও ওয়াহিদা খানম গুরুতর আহত হন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোর পৌরসভার তেবাড়িয়া এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি ৫০ পরিবার
পরবর্তী নিবন্ধলালপুরের এলজিএসপি প্রকল্পের কাজ বড়াইগ্রামে, জনমনে ক্ষোভ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে