ইচ্ছে করে -কবি মাহমুদা শিরীন‘এর কবিতা

0
322
Mahmuda Shirin

ইচ্ছে করে

কবি মাহমুদা শিরীন

যারা দুঃখি কষ্ট পোষে
যাদের আর কেউ নাই,
তাদের সেবা করতে
বাঁধা কেন থাকবে ভাই?
ব্যথায় কাতর রোগে শোকে
মলিন যাদের মুখ,
চাই যেতে দূর করতে
এসব মনের যত দুখ।
বিধবা আর এতিম যারা
কেউই তাদের নাই,
ইচ্ছে করে বুকের মাঝে
দিই এদেরকে ঠাঁই।
বিত্তশালী জন-দরদী
কোথায় তোমরা আছো?
নাকের প’রে চশমা দিয়ে
আড় নয়নে দেখো।
কোথায় আছো চিত্রকররা
এদের চিত্র আঁকো!
এদের কথা শ্রবণ করে
দুখীর পাশে থাকো।

Advertisement
উৎসMahmuda Shirin
পূর্ববর্তী নিবন্ধনাটোর ছাতনী ইউপি চেয়ারম্যান তোফাজ্জল আটকের গুজব, ১শ বস্তা সরকারি গম উদ্ধার
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে নৌকা ভ্রমণে লাউড স্পিকারে শব্দদূষণ করায় জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে