ইচ্ছে করে
কবি মাহমুদা শিরীন
যারা দুঃখি কষ্ট পোষে
যাদের আর কেউ নাই,
তাদের সেবা করতে
বাঁধা কেন থাকবে ভাই?
ব্যথায় কাতর রোগে শোকে
মলিন যাদের মুখ,
চাই যেতে দূর করতে
এসব মনের যত দুখ।
বিধবা আর এতিম যারা
কেউই তাদের নাই,
ইচ্ছে করে বুকের মাঝে
দিই এদেরকে ঠাঁই।
বিত্তশালী জন-দরদী
কোথায় তোমরা আছো?
নাকের প’রে চশমা দিয়ে
আড় নয়নে দেখো।
কোথায় আছো চিত্রকররা
এদের চিত্র আঁকো!
এদের কথা শ্রবণ করে
দুখীর পাশে থাকো।
Advertisement