নাটোরের গুরুদাসপুরে নৌকা ভ্রমণে লাউড স্পিকারে শব্দদূষণ করায় জরিমানা

0
470
UNO, Tomal

নাটোরকন্ঠ: গুরুদাসপুরে গণ উপদ্রব সৃষ্টি করায় চোদ্দ হাজার দুইশ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চলনবিলের পর্যটন কেন্দ্রের বিলসা পয়েন্ট গিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল হোসেন।

নির্বাহী অফিস সূত্র জানায়, চলনবিলের প্রাণকেন্দ্র মা জননী সেতু খুবজীপুর ইউনিয়ন এ পিকনিক ও নৌকা ভ্রমণের নামে লাউড স্পিকারে মাত্রাতিরিক্ত জোরে গান বাজিয়ে শব্দদূষণের মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করছিলো একটি নৌকার যাত্রিরা। এসময় দন্ডবিধি ১৮৬০ এর ২৯০ ধারায় ৫ টি মামলায় ১৪ হাজার ২০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল হোসেন। এছাড়া তিনি সবাইকে সতর্ক করে দেন যাতে আনন্দ করতে গিয়ে জনগণের কাছে অস্বস্তিকর অশ্লীল মনে হয় এমন কিছু করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধইচ্ছে করে -কবি মাহমুদা শিরীন‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে মুক্তিযোদ্ধা দেলোয়ারের মানবেতর জীবন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে