“ঋণ শোধ করে চলি” -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
805
www.natorekantho.com

“ঋণ শোধ করে চলি”

কবি শাহিনা রঞ্জু

তোমার কাছে আমার আজন্ম ঋণ
মায়ের ভেতর যখন ভ্রণ হয়েছিলাম
তখনও মায়ের নিঃশ্বাসে তুমি আমার সঙ্গে ছিলে
যখন আমি চোখ মেলে তোমায় দেখছিলাম
তোমায় ভালবেসে ফেলেছিলাম
প্রগাঢ় সে ভালোবাসা
একদিন বা একদন্ডের জন্য কম হয়নি।
রাষ্ট্রীয় দাস আমি
রাষ্ট্রের কাজে কত কত জায়গা দেখেছি
আমি ঋণ শোধ করে চলি
তোমাদের গায়ে হাত দিয়ে আমি যখন
বার বার প্রশ্ন রেখেছি ভালো আছো ?
কি অদ্ভুত মমতায়
আমার দুঃখ ঘোচাতে চেয়েছ
তোমার দুচোখে আমি অনেক জল দেখেছি
কতবার তুমি কেঁদেছো শুধু আমার জন্য
তুমি বল কত ঋণ জমা আছে
কিভাবে শুধবো আমি
শুধু জানি
আমিও ভালবাসি
হে বৃক্ষ বন্ধু আমার।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“ইন্টারনেট মূলত মানুষকে বিচ্ছিন্ন করে”- আমীন আল রশীদ
পরবর্তী নিবন্ধ“প্রার্থী হয়ে রই” -কবি শাহিনা রঞ্জু‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে