এইতো জীবন – শেখ রিপন এর কবিতা

0
458
Ripon

এইতো জীবন

শেখ রিপন

মৃত্যুটা প্রকৃতির পরিক্রমা
এটা নিশ্চিত অবধারিত …
এখানে পরাজিত মায়া মমতা ভালোবাসা।

মাতৃগর্ভে যে দিন ভ্রমনে এসেছি
সেদিন থেকেই শুরু…
ভূমিষ্ঠ হবার পূর্ব মূর্হুত হতে
কবর পর্যন্ত…

চোখের আড়াল হলে,
কিংবা কোথাও গেলে
আসতে একটু দেরি হলেই
বাবা অস্থির…
পাড়া মহল্লা তচনচ…
এদিক ওদিক খুঁজে ছয়লাপ
আহরে!ভালোবাসা;

জঠরে আগলে পরম মমতায়
রাখলেন মা আমায়…
রক্ত করিয়া দুগ্ধ
বুকেতে রাখিলেন সুব্ধ
চোটের ভয়ে নরম কোমলে
বুকের মাঝে করতেন আবদ্ধ ।

কোথাও গেলে যতদুর দেখা যায়
তাকিয়ে থাকেন মা…
মনে হয় বহু জন্মের বিচ্ছিন্নতা
হয়তো বা আর আসবে না
এগুলোই নিখাঁদ ভালোবাসা ।

পুত্র,কন্যা,স্ত্রী এ আর এক জগত
যেনো আবদ্ধতার শক্ত আবরণ
স্রোতের অভিমুখে দীর্ঘ পথের সহযাত্রী..
তবুও একদিন হয়ে যায়
ছিটকে পরা নক্ষত্রের গোত্রহীন।

পাড়া পতিবেশি চাচাও চাচি
বন্ধু স্বজন, প্রিয়তম প্রিয়জন
সর্বময় সর্বদা করিতো স্বরন
মরণেই সবাই হয়ে যা বিয়োজন।

“এই বুঝি জীবন -ক্ষনিকেই মরন
যোগসূত্রে কেহ নয় আর আপন “

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে কোন শিক্ষার্থী পাস না করায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল হচ্ছে
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্রী ধর্ষণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে