এই শরতে সাধ জাগে
কবি মাহফুজা আরা পলক
আমার মনের মানুষ,
একটা কথা কব তোকে?
আমাকে একটা বাবুই পাখির
বাসা দেখাবি ? ছোট্ট বাসা।
সেই বাসাখানি সুনিপুণ ভাবে গড়া,
দোতলা নীড়।
তাল গাছের পাতায় ঝুলে
শরতের হিমেল হাওয়ায় দোল খায়।
অনেক দিন দেখিনা
এমন একটি শান্তির আবাস।
শরতের ঘন নীল অম্বরে
আশ্বিনের পেঁজা তুলো মেঘের চঞ্চলতা,
আমার হৃদয় কুহরে
পাখির কূজনে মৃদঙ্গ বাজায়।
কচি ধানের ক্ষেতে ঝিরিঝিরি হাওয়া
লহরির তালে স্বর্গীয় মোহে স্পন্দিত করে।
কাঁঠালচাঁপা আর মাধবীলতার কুঞ্জবনে
আমায় যখন আহ্বান করবি,
শিশির সিক্ত শিউলি মালা
গলায় পরিয়ে আমার ঘুমঘোর
লাজরাঙা মুখ খানি তুই আঁজল ভরে দেখবি।
ঠিক এই সময় তুই সকল মৌনতা ভেঙে
বলে উঠবি- আমার পাগলীটা!
আমি তখন তোর কাছে আহলাদ করব
বাবুই পাখির বাসা দেখার।
অনেক দূর দিগন্তের সীমানার
কোন গাঁয়ে যাবার পথে ক্লান্তি এলে,
মেঘ সদৃশ কাশ বনে তোর কোমরের
গামছা পেতে বসব কিছুক্ষণ।
আমার ভালবাসা লেখা রুমাল থেকে
তোকে দেব ক’টা নারকেল নাড়ু।
জিরিয়ে আবার চলব তোর সনে,
সূর্যাস্তের ভয়ে দিগন্ত ইশারায়
ডাকবে আয় জলদি।
পুজোর ঢাকের কাঠির তালে
দুজনে পাল্লা দিয়ে দেব ছুট।
তাল গাছটির সামনে এলে,
আমারও যদি সাধ জাগে
থাকতে এমন সুখের নীড়ে,
তবে তুই কী আমায় এই শরতে,
এমন নীড় পারবি দিতে গড়ে?
২৩/৯/২০২০