একটি কবিতার জন্ম -কবি চন্দনা রায় চক্রবর্তী‘এর কবিতা

0
280
Chandana Roy Chakraborty

একটি কবিতার জন্ম

কবি চন্দনা রায় চক্রবর্তী

সুপুরী গাছের মাথা ছুঁয়ে আসা,
এক চিলতে কনেবউ রাঙা নরম রোদ,
পাতার চিকের আড়ালে, ঢেউরঙা
মিহি আকাশ, কয়েকটা
বাস্তু শালিকের অর্বাচীন কিচিরমিচির,
বেনেবৌ এর মজলিশি জমায়েত
আলগোছে ছুয়ে থাকে পাশ থেকে,
খুব কাছ থেকে। জীবন অথবা মৃত্যু,
দুরত্ব কেবল মানা না মানা,
একটা নীল আকাশ……..
ঘনিষ্ঠতা আর বিচ্ছেদ, মাঝে
জীবনের তিনপ্রহর থেকে উঠে আসা
দিনলিপি… রঙচটা, নিশ্চল….
অবেলার ছায়া, শেষ বিকেলের
পলকহীন একাকীত্বকে কাছে টেনে নেয়।
পুরোনো দালানের স্যাঁতসেঁতে কার্নিশ
নৈমিত্তিক আঁকিবুঁকিতে ঝাপসা।
বিষাদের সঙ্গে মনের অপরিহার্যতা সরাসরি।
গোপন মনের আমলকি গন্ধ,
বর্ণমালার অন্ধিসন্ধি খুঁজে বেড়ায়।
অনুভূতির প্রগাঢ়তায়, সাবেকি মনের
অন্তহীন আঙিনায় বোহেমিয়ান শব্দরা
একসময় জেগে ওঠে, ভেসে ওঠে, হেসে ওঠে,
শূন্যতা শীর্ষক হৃদয়ের চালচিত্রে
একটা নতুন কবিতা জন্ম নেয়।।

Advertisement
উৎসChandana Roy Chakraborty
পূর্ববর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গা স্টেশন পার্ক সহ পৌর এলাকায় ১০ টি সোলার প্যানেল দিলেন শিমুল এমপি
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় ৫০ জন কৃষককে মাসকালাই বীজ ও সার বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে