একটি দুরন্ত খোয়াবনামা -কবি গোলাম কবির‘এর কবিতা

0
264
Golam Kabir

একটি দুরন্ত খোয়াবনামা

কবি গোলাম কবির

একদিন এই শহরের বুকে অমানুষ
গুলো আর থাকবে না, নষ্ট মানুষ
গুলোর নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে।
শহরের সমস্ত পথঘাট, নদীনালা,
খালবিলে পড়ে থাকবে এতোদিনে
জমা করা সব দূর্নীতি করে জমানো
সম্পদ বেওয়ারিশ কুকুরের মতো।
ধর্ষকদের পুরুষাঙ্গ গুলো হতে সেদিন
বেরুবে ফিনকি দিয়ে দূষিত রক্ত সহ পুৃৃঁজ,
ওরা সবাই হয়তোবা সেদিন
কোনো খোলা ময়দানে আমজনতার
সামনে দাঁড়াবে করজোড়ে ক্ষমা
ভিক্ষা করে অথচ মিলবে না ক্ষমা!
মেকি সভ্যতার নীচে হাবুডুবু খেতে
খেতে আবারও মুখ তুলে সোজা হয়ে
দাঁড়াবে মানবতা, তুমি দেখে নিও!
সেদিন হয়তোবা তুমি, আমি এবং
আমরা কেউ আর থাকবো না
কিন্তু এগুলো হবেই।

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধশিরোপা -রূপম খীসা‘এর ছড়া
পরবর্তী নিবন্ধনাটোরের রাজবাড়ী -কবি সুপ্তি জামান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে