একদিন ঠিক আসেবো- দেবাশীষ সরকার

0
273
Debashish Sarker
একদিন ঠিক আসেবো- দেবাশীষ সরকার

কবিতা তোমাকে ভুলে আছি কত কাল, তোমার রূপ-রস-গন্ধ বিহীন এই আমি পথ চলছি তো চলছি-ই, এর বিরাম কোথায় ? বন্ধ হয়ে থাকা দীর্ঘশ্বাস পাঁজড়ের কাছে মোচড়ায়। ভুলে থাকি-থাকতে হয়,বর্ণ তুমি উপহাস করো না, অক্ষর তোমরা অভিমানে মুখ ফিরিয়ে নিওনা, শব্দ তোমরা দুঃখ করো না বন্ধু! তোমাদের সহবাসে ভেসে ভেসে আমি আবিস্কার করবো ঠিক নিজেকে একদিন, দেখে নিও তোমরা। এইতো সেদিন, শীতের সকালের মিষ্টি রোদে ভিজে ভিজে পুরোনো ভাত আর ধোঁয়া উঠা খেশারী শাকের স্বাদ নিতে নিতে তোমাদের সাথে আমার প্রথম পরিচয়। তার পর কতো পরিবর্তনের ছাঁচ পার হলো, ছাই-সোডা-খৈল এর যুগ পার হয়ে গৃহিনীর হাতে এখন মধ্যম আয়ের দেশের ডিটারজেন্ট-বাসন মাজার বার-সুগন্ধী সাবান কতো কি..! তবু হৃদয়ের কোন ঘেঁসে তোমাদের প্রেম নতুন হলো না, ভালোবেসে নতুন করে লেখা হলো না নতুন ভাবনার ইতিহাস। কবিতা আমি ভালোবাসি- দেখে নিও ঠিক ফিরে আসবো আমি নতুন চেতনাভরা আকাশে………

 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপ্রতিবন্ধীর বাড়িতে মানবিক ইউএনও
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে অধ্যক্ষের দুর্নীতি নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে