এক টুকরো
কবি আজাদুর রহমান
স্পষ্ট হয়ে আসে নদীর কলতান,
স্নানের গুঞ্জন শোনা যায়
একটা দোয়েল এ ডাল থেকে ও ডালে-
টুইট টুইট চিপ চিপ
টুইট টুইট চিপ চিপ
অন্যত্র একটানা কিচির মিচির
বৃষ্টির মত
মোনোটোনাস মনোটোন।
যেন বাল্যস্বভাবে কাছে এসেছে
লাজুক প্রজাপতি, ঘ্রাণে ভরা ভাটবন
কাছে কুলে কোথাও
নেচে চলেছে মিরা বাঈ।
সহসা এক ঝাঁক ইলেক্ট্রিক হর্ন
বাস ট্রাক, টেম্পু, রিক্সা
অসংখ্য অস্থির নাগরিক-
নরকে যেতে যেতে
দৃশ্যগুলো ভেংগে যায়।
Advertisement