এক টুকরো -কবি আজাদুর রহমান‘এর কবিতা

0
192
আজাদুর রহমান

এক টুকরো

কবি আজাদুর রহমান

স্পষ্ট হয়ে আসে নদীর কলতান,
স্নানের গুঞ্জন শোনা যায়
একটা দোয়েল এ ডাল থেকে ও ডালে-
টুইট টুইট চিপ চিপ
টুইট টুইট চিপ চিপ
অন্যত্র একটানা কিচির মিচির
বৃষ্টির মত
মোনোটোনাস মনোটোন।
যেন বাল্যস্বভাবে কাছে এসেছে
লাজুক প্রজাপতি, ঘ্রাণে ভরা ভাটবন
কাছে কুলে কোথাও
নেচে চলেছে মিরা বাঈ।
সহসা এক ঝাঁক ইলেক্ট্রিক হর্ন
বাস ট্রাক, টেম্পু, রিক্সা
অসংখ্য অস্থির নাগরিক-
নরকে যেতে যেতে
দৃশ্যগুলো ভেংগে যায়।

Advertisement
উৎসআজাদুর রহমান
পূর্ববর্তী নিবন্ধমেঘের সন্ত্রাস -কবি গোলাম কবির‘এর কবিতা
পরবর্তী নিবন্ধশ্রাবণ বন্দনা -কবি শ্রাবণী গুপ্ত‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে