“এক তারা”-ফাহাদ হোসেন ফাহিমের কবিতা

0
410
Fahim

“এক তারা”-ফাহাদ হোসেন ফাহিম

আমার মানিকটাকে কি একটিবারের জন্য পারবো না ছুতে!
দাও না আমার কলিজার টুকরো টাকে দাও না মোর হাতে!
এই কেউ কি শুনতে পারছো না কান্না আমার এই বুকের।
একটি বারের জন্যে স্পর্শ নিব মানিকের চাঁদ মাখা মুখের।
আমার কথা শুনতে আজ খাটের কাছে ভিড়ে না কেউ,
নিঃসঙ্গতা কুঁড়ে খায় আমায়, বাতাসের গন্ধে একাকিত্বের ঢেউ।
জানালার গোধূলির নিস্তব্ধতায় খুঁজি মানিকের পথচলা
বন্দি ঘরে আবদ্ধ করে, কেন সবাই করছ আমায় অবহেলা।
এই শান্তনু আমার বাবুটা কি ঘুমচ্ছে ঠিকমতো দিন-রাতে?
কেউ কথা বলছে না! বক্ষের কলিজা ফেটে যাচ্ছে অভিঘাতে
তোমরা কেউ কেন বুঝতে পারছ না আমি বাঁচব কি ওকে ছাড়া!
‘করোনা হলে কেউ কাছে ভিড়ে না’ মৃদু সুরে গাইছে একতারা।
এই একতারা তুই আজে বাজে কি বকছিস, হয়নি আমার কিছু।
মানিকের সাথে খেলবো আমি ও হাঁটবে আমার পিছু পিছু।
তাহলে ডেকেই দেখ না, দেখ না মানিক আসে কিনা তোমার কোলে।
এই কেউ শুনছো,এনে দাও না কেউ মানিক টাকে মম আঁচলে।
মাস খানিক অপেক্ষা করলাম কেউ কাছে আসে না আপন ছিল যারা।
কেউ আমার আপন নয় দুনিয়াতে, আয় আমার কাছে আয় একতারা।
একতারা আজও গান গায়, চিরনিদ্রায় শুয়ে আছে সেই মেয়ে।
একতারা সুর মিলায় আকাশে বাতাসে,যায় গানের পর গান গেয়ে।
লেখকঃ ফাহাদ হোসেন ফাহিম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
পশুপালন অনুষদ
প্রথম বর্ষ
Advertisement
পূর্ববর্তী নিবন্ধচলনবিলে ধান কাটা শ্রমিকদের মাঝে শুকনা খাবার বিতরণ করলেন জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎপৃষ্টে এক কলেজ ছাত্রের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে