এক ভিন্নরকম আলস্যে কালক্ষেপণ- কবি কাজী আতীক এর কবিতা

0
614
Qazi-Atiq

এক ভিন্নরকম আলস্যে কালক্ষেপণ/
কাজী আতীক

আজকাল বিন্দুমাত্র চমৎকারিত্ব নেই কিছুতেই
এক দুরাচার ছোঁয়াচে ব্যাধি, আর
সেই সাথে কোথাও দেহ রঙের ঔদ্ধত্য,
যদিও দুটোই প্রাণঘাতী, মহামারী
তবে প্রথমটা সহমর্মিতার আর দ্বিতীয়টা ঘৃণার,

আইন রক্ষাকারীদের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি
আর ত্রাণ বিতরণের নামে ফটোসেশন
আসলে দুভাবেই মানবতার অপমান কেবল,

আজকাল ঘরে থাকা অভ্যাসে পরিণত প্রায়
তাই বাইরের দুনিয়াটা অপরিচিত মনে হয়
আকর্ষণহীন, একঘেয়ে বিরক্তিকর,

যেমন কখোন সূর্য উঠলো কিংবা অস্ত গেলো
তার হিসেব রাখার প্রয়োজন পড়ে না-
দরজায় কলিংবেল বাজবে না নিশ্চিত প্রায়
অফিস সময় কিংবা এপয়েন্টমেন্টের চিন্তা নেই
বিশ্রী রকমের এক অখণ্ড অবসর,

আজকাল বিন্দুমাত্র আগ্রহ অনুভব নেই কোনো
কতোজন নতুন শনাক্ত হলো
কিংবা কতোজন গত হলো, অথবা
পরিসেবা, প্রতিরোধ, প্রতিষেধক কতোদুর এগুলো
এসব খবর জানতেও আর ইচ্ছা হয়না যেনো,

কেবল এক ভিন্নরকম আলস্যে কালক্ষেপণ, যখোন-
স্বাভাবিক জীবনাচার থেকে সময় পলায়নপর, যেনো
বুকের ভেতর ভোতা অনুভূতির এক জগদ্দল পাথর।

(নিউ ইয়র্ক, ৬ জুন ‘২০২০)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে দুস্থদের মাঝে পূজা উদযাপন কমিটির উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোর রেড জোনে, যেকোনো সময় আসতে পারে কঠোর লকডাউনের ঘোষণা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে