এক সাথে ( সাংবাদিক রিগ্যানকে নির্যাতনের প্রতিবাদে) .রেজাউল করিম রেজা

0
310
www.natorekantho.com

এক সাথে

( সাংবাদিক রিগ্যানকে নির্যাতনের প্রতিবাদে)
.রেজাউল করিম রেজা

আর কত মার খাবে তুমি
আর কত নির্যাতিত হলে ভাঙবে তোমার ঘুম
তুমি কি দেখছনা চারিদিকে ধূর্তদের বসবাস
নিজ স্বার্থে যদি বলি দিতে হয় স্বজাতি কাউকে
ক্ষতি কি, লাভতো হলো, শিক্ষা দেয়া গেল।
বড় বাড় বেড়েছিল ব্যাটা
দুকলম লিখতে শিখে ধরাকে সরা জ্ঞান,
যার তার সাথে পাঙ্গা
এবার বোঝ ঠ্যালা, মারতো খেলি জেলেও গেলি
কি লাভ ওসব করে।
আমি ব্যাটা একটু আমলা তোষণ করে
দু’টাকা লাভের মুখ দেখেছি
যতই তারে নিষেধ করি শুনবে না।
এবার শিক্ষা হলোতো বাছা ধন?
দূর্নীতি হচ্ছে হোক না তোর কি?
রাষ্ট্রের টাকা জনগণের টাকা নয় ছয় হচ্ছে
তুই কেন লিখতে যাবি,তোর কি লাভ?
তার চেয়ে তাদের কথা শুনলে দিব্যি আরামে থাকতিস
কে শোনে কার কথা
ও ব্যাটা লিখেই যাবে, দেশ উদ্ধার করবে!
হক কথাই বটে
তোমার মত সুবিধাবাদীরা আছে বলে সমাজটা উচ্ছন্নে যাচ্ছে
ঘুষখোর আমলা,ক্ষমতা লোভী নেতা
অসাধু ব্যবসায়ি আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে
তোমাদের ম্যানেজ করে গড়ে তুলছে সম্পদের পাহাড়
ভুখা, নাঙ্গা মানুষগুলো হারাচ্ছে অধিকার
ফোর্থ স্টেট হয়েও তুমি করবেনা প্রতিবাদ
তুলে আনবেনা কলমের খোচায়
শোষিত বঞ্চিতদের কথা,
তোমার দিকে চেয়ে রয়েছে দেশ
সত্যটা তুলে ধর সকলে মিলে সম্মিলিতভাবে
দেখবে পাল্টে গেছে দেশ,
অসাধু কর্মকতা, অসৎ রাজনীতিবিদ মুনাফালোভী ব্যবসায়ি পালাবার পথ পাবেনা
প্রয়োজন ঐক্যের, প্রয়োজন সততার, প্রয়োজন প্রতিবাদের
তাই আর মার খাওয়া নয়
এবার পাণ্টা মার দিতে হবে
রাজপথ কাঁপিয়ে জানান দিতে হবে
আমরা আসছি এক সাথে, এক মতে
সত্যের মশাল হাতে
জয় আমাদের অনিবার্য।

তাং

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকুড়িগ্রামের ডিসি: এখনো কি বৃটিশ রাজ্য চলছে? – এম আসলাম লিটন
পরবর্তী নিবন্ধসাময়িক সময়ের জন্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা উচিত’- কামরুল হাসান কামু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে