এসো হে বৈশাখ -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
675
Shupti Jaman

এসো হে বৈশাখ

কবি সুপ্তি জামান

বিমর্ষ সকাল
মাকড়শার জালের মতো
জাল বিছিয়েছে কুয়াশা-
আজও হাজার হাজার মানুষ
ছটফট করে মরে যাবে
তবুও দিন যায়, রাত আসে,
সকাল হয়,
নতুন বারতা নিয়ে কেউ আসে না।
আমি নানা ছলনায় নিজেকে ভুলাই
কবিতার পায়ে নূপুর পরাই
যেমন ছোট্ট বেলায়
পুতুলের হাতে পড়িয়েছি চুড়ি
তবুওতো নিক্কনের ধ্বনি নেই
চুড়িগুলি রিনিঝিনি বাজে না।
চৈত্র হলো গত
বৈশাখ সমাগত
১৪২৭
কালের কপোলে তুমি ভুষি কালিতে লেখা রবে
যেমন লেখা আছে জালিয়ানওয়ালাবাগের নাম
যেমন লেখা আছে হিটলারের নাম,
যতবার মানুষ শুনবে ভয়ে শুধু কুকরে যাবে
তোমার ললাটে ঘৃণাও জুটবে না
তুমিতো মানুষ না
তোমাকে আমরা ঘৃণা করি না
একটা অনুজীবকে কেউ ঠিক,
ঘৃণা করতে জানে না
তবে পালিয়ে বেড়াই
ভয়ানক ভয়ে পালিয়ে বেড়াই।
বৈশাখ হলো সূর্যের প্রিয়া
রোদে ভেসে যায় এই বাংলা
খর রোদে ভস্ম হয় জরা
আজ বৈশাখী প্রিয়াকে
বুকে জড়িয়ে নেয়নি তার সূর্য দেবতা;
বৈশাখী কুয়াশার জাল
মাকড়শার জালের মতো
ঘিরে ধরেছে বাংলার ফুসফুস, হৃদপিন্ড।
তবুও একটি ক্যাকটাস গোলাপ
বলতে এসেছে সুপ্রভাত
আলো বিনে পাপড়ি, মেলতে পারছে না
আঁখি খুলে চাইছে না
আজ পহেলা বৈশাখ
ক্যাকটাস গোলাপটি
আজই ফুটবে বলে মনে মনে
ঠিক করে রেখেছিল কি! আমায় বলছে
হোক আঁধারে জড়ানো পহেলা বৈশাখ
তবুও এসো আমরা গেয়ে উঠি একসাথে
এসো হে বৈশাখ, এসো এসো।

Advertisement
উৎসShupti Jaman
পূর্ববর্তী নিবন্ধমেঘ বালিকা -কবি চিন্ময় সরকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে ক্রেতা না থাকায় রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ, বিপাকে ডেইরি খামারিরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে