করোনাকাল -কবি মোশারফ অপূর্ব‘এর কবিতা

0
351
কবি মোশারফ অপূর্ব

করোনাকাল

কবি মোশারফ অপূর্ব

প্রিয়তমা ধৈর্যময়ী হও,
আর কিছুদিন অপেক্ষা করো
করোনাময় দুঃসময় কেটে যাক,
আমরা তখন সমুদ্রে যাব ।
দু’জন মিলে সূর্যাস্ত আর সূর্যোদয় দেখব।

পৃথিবীর সকল আনন্দ আমাদের হবে,
শুধুই আমাদের হবে !
আর কিছুদিন অপেক্ষা করো, ধৈর্যবতী হও।

তোমাকে আর কিছুদিন অপেক্ষা করতেই হবে,
প্রকৃতিও আজ ভীষন ক্লান্ত !
তাকে ঘুমাতে দাও, সে ঘুমাক।

কত শত বছর নির্ঘুম কাটিয়েছে প্রকৃতি,
আজ সে অস্তিত্বের সঙ্কটে !
তবু সে জাগ্রত হবে, সৌন্দর্য বিলিয়ে দিবে!
প্রিয়তমা, আর কিছুদিন অপেক্ষা করো।

যে শ্রমিক সভ্যতার চাকা ঘুরিয়ে ক্লান্ত-অসুস্থ
চাকা ঘুরিয়েই যাচ্ছিল, তার ছুটি ছিলনা
ছিলনা অবসর, ছিলনা কোনো বিনোদন !
আজ সে ছুটি পেয়েছে, ঘুমাচ্ছে।
অবসর কাটাচ্ছে, সে-ও জীবনের অর্থ খোঁজছে!

প্রিয়তমা, প্রার্থনায় মগ্ন হও
প্রকৃতিপ্রেমী হতে হবে, হতে হবে মানবপ্রেমিক!
পৃথিবীর অসুখ চলে যাক,
আবার ফিরে আসুক কোলাহল।
আর কিছুদিন অপেক্ষা করো,
করোনাময় দুঃসময় অবসান হবেই হবে ।

Advertisement
উৎসকবি মোশারফ অপূর্ব
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও খাদ্য সহায়তা বিতরণ পুলিশ সুপারের
পরবর্তী নিবন্ধনাটোরের বিভিন্ন স্থানে আজেকেও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে