স্টাফ রিপোর্টার, নাটোরকন্ঠ
দেশে চলমান করোনা পরিস্থিতিতে জনগণের চলাচলে নিয়ন্ত্রণ আনতে “মুভমেন্ট পাস” চালুর উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ পুলিশ। এই পাস এর মাধ্যমে জরুরী প্রয়োজনে চলাচল করা যাবে। সেবাটি পেতে সংশ্লিষ্টদের অনলাইনে আবেদন করতে হবে।
পুলিশ সদর দপ্তরের এআইজি(মিডিয়া) জানান, জনসাধারণের জরুরী চলাচলের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। খুব শিখগিরই এই সেবা চালুর কাজ করা হচ্ছে।
পুলিশ সদর দপ্তর জানায়, করোনাকালে বাইরে যেতে অনলাইনে আবেদনে যথোপযুক্ত কারণ দেখিয়ে মিলবে অনুমতি। যদিও এখনও এটি এখনও চালু করা হয়নি। তবে গত বুধবার পুলিশ এই মুভমেন্ট পাস ফরম উন্মুক্ত করেছে। অনলাইনে আবেদনের জন্য (যঃঃঢ়ং://সড়াবসবহঃঢ়ধংং.ঢ়ড়ষরপব.মড়া.নফ/) লিংকে ঢুকে আবেদন করা যাবে। মুভমেন্ট পাসে ক্লিক করে মুঠোফোন নম্বর প্রবেশ করাতে হবে। এরপর মুঠোফোনে একটি ওটিপি চলে আসার পর ওটিপি প্রবেশ করালে পাসের জন্য আবেদন করা যাবে। প্রতিবার পাসের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রতিবার আবেদন করতে হবে আবেদনকারীকে।
করোনা পরিস্থিতিতে জরুরী চলাচলে “মুভমেন্ট পাস” চালুর উদ্যোগ নিচ্ছে পুলিশ
Advertisement