কর্মহীন মানুষের পাশে, নাটোর জেলা প্রশাসন

0
1231

নাটোর জেলার কর্মহীন দুস্থ ও অসহায় মানুষেকে, খাদ্য সামগ্রী, প্রতিনিয়ত পৌঁছে দিচ্ছে, নাটোর জেলা প্রশাসন, যারা এখনও খাদ্য সামগ্রী পায়নি, তাদের জন্য নাটোর জেলা প্রশাসন, একটি বিজ্ঞপ্তি জারি করেছেন, বিজ্ঞপ্তিটি নাটোর কণ্ঠ পাঠকদের জন্য হুবহু প্রকাশ করা হলো।

                                                               বিজ্ঞপ্তি

প্রিয় নাটোরবাসী,
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কর্তৃক, নাটোর জেলায়  ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রম, অব্যাহত রয়েছে। তারপরও যদি কেউ ত্রাণ না পেয়ে থাকেন, তাহলে জেলা প্রশাসন, নাটোর কর্তৃক নির্ধারিত নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন। সেক্ষেত্রে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কর্তৃক আপনার বাড়িতে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হবে।

জেলা পর্যায়ে যোগাযোগ :
জনাব মো. আলাউদ্দীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, নাটোর।
মোবাইল নম্বর : ০১৭১৭-০০২৯৮৪
জনাব মো. আব্দুর রাজ্জাক
মোবাইল নম্বর : ০১৭৩৯-৭৯১৫২৯
জনাব মো. সৈয়দ মোস্তাক আলী মুকুল
মোবাইল নম্বর : ০১৭১১-২৮২৬৪৩
জনাব মো. মনিমুল হক
মোবাইল নম্বর : ০১৭২৬ ৭২০৫৫১

উপজেলা পর্যায়ে যোগাযোগ :
জনাব মো.ওমর খৈয়াম
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
উপজেলা : নাটোর সদর ও নলডাঙ্গা
মোবাইল নম্বর : ০১৭১৯ ৪৩৯৪৪৮

জনাব মো. আল আমিন সরকার
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
উপজেলা : সিংড়া ও বাগাতিপাড়া
মোবাইল নম্বর : ০১৭১৭ ৫৬৬৪৩২

জনাব মো. আঃ রাজ্জাক উপজেলা
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
উপজেলা : গুরুদাসপুর ও বড়াইগ্রাম
মোবাইল নম্বর : ০১৭১৬ ০৫৮৫৯০

জনাব মো.মাহফুজুর রহমান
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
উপজেলা : লালপুর
মোবাইল নম্বর : ০১৭৪৩ ৩৭২৩৯৬

অনুরোধ ক্রমে
মো. শাহরিয়াজ পিএএ,
জেলা প্রশাসক, নাটোর।

Advertisement
উৎসMohammad Shahariaz DC Natore
পূর্ববর্তী নিবন্ধকিছুটা তো চাই -কবি বনশ্রী বড়ুয়া‘এর কবিতা
পরবর্তী নিবন্ধসিংড়ায় ত্রাণের চালসহ ইউপি সদস্য আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে