কাঙ্ক্ষিত নির্বাসন -কবি বেনজির শিকদারের কবিতা

0
336
Benojir Sikder

কাঙ্ক্ষিত নির্বাসন- বেনজির শিকদার

আমার ভালোলাগে না; আমি নির্বাসন চাই।
ভাতের লাগি নয়, একখান কাপড়ের লাগিও নয়
ব্যথিত বৈশাখ, খোঁয়ারি-স্বপ্নগ্রস্ত এইসব ভ্রূণহীন দিন
বিবর্ণ অনুভবে বৃষ্টির মতো ঝরে পড়া জীবনদৃশ্যাবলী
আমার ভালোলাগে না— আমি নির্বাসন চাই।

বিবেকের করিডোরে দীর্ঘশ্বাস পুড়ে যায় ব্যক্তিগত বোধ;
হিমঘরে শায়িত দুহিতা’র দেহ; ভীতু সেনাপতির মতো
দূরে বহুদূর, পালিয়ে যায় খোয়াবি ভোর! নাকছাবি প্রেম
প্রিয়তম আকাশ, বেহুলা বাতাসে— কাঁপে থরথর।

যেন চম্পকনগর ছাড়িয়ে গোটা জাহানময়—
ব্যাকরণহীন-ঔদ্ধত্য-উন্মাতালে সর্পকূলের মাতম!
শূন্য করতল, নীলক্ষতে কুঁকড়ে যায় অনিকেত প্রেম,
লোলুপ দৃষ্টিতে উপচানো ক্ষুধার্ত বাঘের দখলি-প্রান্তর
ঘ্রাণহীন-প্রাণহীন স্রোতের বিপরীতে স্তব্ধ বাকরুদ্ধ স্বর।

আমার ভালোলাগে না; আমি নির্বাসন চাই।
ভাতারের লাগি নয়; একখান ভিটার লাগিও নয়
অনন্ত ফেরারির মতো ক্ষমতা প্রহরীর সেয়ানা চোখ;
মাকড়সার জাল, নীল-নকশায় সাজানো দাবার ছক
আমার ভালোলাগে না; আমি নির্বাসন চাই।

প্রণত মস্তিষ্ক নয় অহিনকুল মত্ততায় বোধিবৃক্ষ মানুষ
কুহেলিকা রাত্রি— ব্যাঘ্র হুংকারে জাগে মন্বন্তর কুকুর!
বাতাসে লক্ষীপেঁচার ভুল সংকেত; গৈরিক বসনে—
কাঁদে জাহ্নবী-জল! ভালোবাসা পরে আছে লৌহশেকল!

অনিদ্রার আগুনে দগ্ধীভূত; ত্রাতাহীন অসহায় ত্রাণ
মায়ার নিবিড়ে অনুর্বরতা-প্রাণের নিবিড়ে মানবিক হ্রাস
ঊর্মিল উন্মাদনায় অনুভূতির জলাশয়ে শ্বাসরোধের চাষ;
কালকেউটের ছোবলে লীন পৃথিবীর মুখ-গ্রীবা-কণ্ঠস্বর
নালিশ নেই; ঈশ্বর-আল্লাহ-ভগবান—সমীপেষু বরাবর।

আমার ভালোলাগে না; আমি নির্বাসন চাই।
সোহাগের লাগি নয়; একখান সংসারের লাগিও নয়
জন্মলগ্ন থেকে অদ্যাবধি— ভালোবাসার শেষ সমর্পন
নতজানু প্রেম, পৌষালি চুমু— এই সব অকাল-সংযোগ;
আমার ভালোলাগে না; আমি নির্বাসন চাই।

•••কাঙ্ক্ষিত নির্বাসন•••
বেনজির শিকদার
এপ্রিল ২০২০, নিউ ইয়র্ক

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসরকারী গাছ কাটার দায়ে আওয়ামীলীগ নেতার ছেলের জরিমনা
পরবর্তী নিবন্ধনাটোর জেলা করোনা মুক্ত থাকায় খুশি প্রধানমন্ত্রী

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে