কাটতেছ ধান কাটো- কবি কামাল খাঁ এর সমকালীন ছড়া

0
566
কামাল খাঁ

কাটতেছ ধান কাটো- কামাল খাঁ

ও বাবুয়া-
কাটতেছ ধান কাটো
আঁটিটাকে শক্ত করে আঁটো
লাগবে পোয়াল করতেছ ধান খাটো।
আবার দেখি ফটো তুলে দেখাইতেছ ডাঁটও?
কাদার ভেতর নতুন জুতা দেখেশুনে হাঁটো!

ও বাবুয়া-
কাটতেছ ধান কাটো,
ক’দিন পরে কাটবে কি ফের পাটও?
বইবে বোঝা, দিবে কি ঝাড়-ঝাটও?
তখন যেন না দেখি ফের উল্টোদিকে হাঁটো?

Advertisement
পূর্ববর্তী নিবন্ধআজ হাজার মানুষকে ইফতার করালেন জাগো বাহে কোনঠে সবায় সংগঠন
পরবর্তী নিবন্ধআমি চাই, সবাই কবিতা লিখুক!- আজাদুর রহমান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে