“কাঠকরবী ফুল” কবি শাহিনা রঞ্জু‘র কবিতা

0
613
www.natorekantho.com, শাহিনা

“কাঠকরবী ফুল”

কবি শাহিনা রঞ্জু

ক্ষমা না করার অনুতাপ
বয়ে বেড়াতেই হয়
তাই ক্ষুদ্র হয়ে কোন লাভ নেই
দাম দিতে হবে একদিন।
সময় বলে দিয়ে যায়
সময় খুবই কম
হ্রদয় মন্দিরে যে থাকে
ঘুমের ভেতরও সে কথা কয়
বলতো কে?
সেই ঈশ্বর জেনে রেখ
সারাদিন পরোক্ষ হয়ে থেকে
মাঝরাতে প্রত্যক্ষ হয়ে যায়
হয়তো ঘুমিয়ে নয়তো জেগে।
নিয়মে তার বড় আনন্দ
হিসেব করে ফিরিয়ে দেন সব
দুঃখ আনন্দ পরিতাপ।
তোমার ব্যস্ততার সত্য মিথ্যা
তোমারই থেকে যাবে
ভাগ বসাবেনা কেউ কোনদিন
গভীর অন্ধকারে নদীর কান্নার মত
নতুন জেগে ওঠা চরে সে কাঁদে
ভিখারির মত নয়
প্রেমিকের মত।
বড় অসময়ে ডাক পিওন আসে
চিঠি দিয়ে যায়
খাম খুলে কাল অক্ষর দেখে নাও
শুধু তুমি নেই
তোমার হয়ে মার্জনা ভিক্ষা চায়
এক দুই চার পাঁচজন।
ভালবাসা ফুল হয়ে ছিল
গোলাপ বেলী জুঁই বা চামেলী নয়
কাঠকরবীর ফুল
বড় মায়াময় বৃক্ষ
বড় মায়াময় ফুল
প্রিয়তম কাঠকরবী ফুল।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধশীতের সাতকাহন-এ কে সরকার শাওনের কবিতা
পরবর্তী নিবন্ধ“চুপ থাকা” কবি সুপ্তি জামান’এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে