কালবেলা -ইসাহাক আলী‘এর কবিতা

0
196
Esahaque Ali

কালবেলা

ইসাহাক আলী

বড় অসহায়
এক পৃথিবীতে আমাদের বাস,
এখানে দাপট দাম্ভিকতার দাম আছে
শোষন শাসনের মূল্য আছে ,
অথচ পেছন ফিরে দেখা সময়ের আর্তনাদ এখানে করুণ।
বড়ই নিষ্ঠুর নিয়তির সাথে
মিলে মিশে আর্তনাদের পাহাড়ে
মিথ্যা দাপুটে ফানুস উড়াই আমরাই।
অথচ….
একটু অক্সিজেনের অনুপস্থিতি
আমাদের কতটা কেড়ে নিয়ে নিঃশেষ করে দেয়
আমরা দেখেও বেমালুম তা এড়িয়ে চলি।
এক প্রকান্ড প্রতিষ্ঠিত অকৃতজ্ঞ আমরা
স্ব-সম্মানে স্বীকৃতি অবদান কবুল করার বান্দা তো নই-ই
যেখানে প্রভূ স্রষ্টার সাথেও কৃতজ্ঞ স্বীকারে আমরা
প্রচন্ড কৌশলী প্রতারণায় মাতি
সেখানে মানুষের প্রতি কৃতজ্ঞ আমরা ক্যামনে হই?
কিন্তু….
অসহায়ের সীমানা পেরোনোর
কোন যোগ্যতাই আমরা অর্জন করিনি ।
কয়েক ফোটা বৃষ্টি, সামান্য কিছু কুয়াশা-
প্রজ্বলিত সূর্যের একটু প্রজ্বলতা,
কিংবা বাতাসের একটু বিরতি
আমাদের পাগল করে দেয়,
আমাদের নেত্রে নেত্রে জমিয়ে থাকা আশারা উবে যায়
হতাশার অনাগত পদস্পর্শ দেয়ার আগেই।
তারপরও আমরা ভাবি না
প্রকান্ড প্রতাপ মিথ্যার পাহাড়,
আর ধান্দাবাজির চোরাবালিতে গড়তে চাই ,
অহংকারের শৈর্য্যচিহ্ন,
অথচ তা বড়ই বেদামি
অসহায়ত্বের সীমানা পেরিয়ে একটু নিশ্চয়তার ভীত রচতে,
কারণ সবই যে অস্থায়ী স্থিতিহীন।

২৮ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ

Advertisement
উৎসEsahaque Ali
পূর্ববর্তী নিবন্ধনাটোর-৪ আসনের নৌকার মাঝি হতে চান ব্যারিস্টার সুব্রত কুন্ডু
পরবর্তী নিবন্ধনাটোরে ফসলি জমিতে পড়ে ছিল ম.র.দে.হ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে