কী এমন ক্ষতি -কবি হোসনেয়ারা বেগম‘এর কবিতা

0
473
Hosneara-Begum

কী এমন ক্ষতি

কবি হোসনেয়ারা বেগম

ফিরে তো যাবোই
নাহয় আরও কিছুটা সময় থাকি
কীর্তনখোলার জল ছুঁয়ে
বালিহাস আর হড়িয়ালের সাথে
থাকি নাহয় আরও কিছুটা দিন
বৃষ্টিতে ভিজে ভিজে কদম পরাগে
মিলেমিশে তোমার গোপন প্রণয়-অনুরাগে।
যাবোই তো ফিরে
নাহয় আরও কিছুদিন থাকি
সাদা সাদা মেঘ ছুঁয়ে শরতের কাশফুলে
বালুচরে চখাচখির মিলন- উৎসবে
হিমেল হাওয়ায় দুলে হেসে হেসে ভালোবেসে
তোমার তপ্ত নিঃস্বাসে।
কী এমন ক্ষতি
যদিবা থাকি
আরও আরও বহুদিন
তুমি আমি জীবনের ত্রিমোহনায়
সাগর সঙ্গমে অন্তহীন!

Advertisement
উৎসHosneara Begum
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় ভোগদখল কৃত জমি দখলের অপচেষ্টা,,থানায় মামলা
পরবর্তী নিবন্ধনাটোর জেলা তথ্য অফিসার করোনা আক্রান্ত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে