কৃষকদের মাঝে ধানের বীজ, সার ও কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

0
145

নাটোর কণ্ঠ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার কৃষকদের আধুনিক কৃষির যান্ত্রিকীকরণের সকল সুবিধা দিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার এবং ৫০ % ভর্তুকি মূল্যে পাঁচটি কম্বাইন হারভেস্টারসহ চারটি পাওয়ার থ্রেসার মেশিন বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পরে প্রতিমন্ত্রী সামাজিক বনায়নের মাধ্যমে ১২৪ জন উপকারভোগী, তিনটি ইউনিয়ন পরিষদ এবং তিনজন ভুমি মালিককে মোট ৮৩ লাখ ১২হাজার ২২০ টাকার আর্থিক চেক বিতরণ করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপারিবারিক কলহের জেরে বৃদ্ধের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধনাটোরে গনেশ পূজা ও হালখাতা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে