কৃষ্ণ কলির কথা -কবি কামরুননাহার‘এর কবিতা

0
656
Kamrun Nahar

কৃষ্ণ কলির কথা

কবি কামরুননাহার

কৃষ্ণ কলি গো….
তুমি কোন ভাবনায় থাকো?
মনে কার যে ছবি আঁকো?
সে তো আসবে না তো আর।
ও কৃষ্ণ কলি গো….
তুমি কবে যে হেসেছো?
তারে শুধু ভালো বেসেছো।
ভালোবাসা পাওনি তো তার।
কৃষ্ণ কলি গো..
এবার নিজের জন্য ভাবো।
জীবন টারে বাঁধো।
সুখের ডোরে বাঁধো জীবন এবার।
কেঁদে কি আর হয়?
এতো শুধু আত্ম কান্না
পাষাণ হৃদয় সে তো সাড়া দেবার নয়।

১৯/৫/২০২১

Advertisement
উৎসKamrun Nahar
পূর্ববর্তী নিবন্ধজিজ্ঞাসা -কবি অসিত কর্মকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোর ডিসি অফিসের ‘অপূর্ব’ করোনায় মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে