কৃষ্ণ চূড়ার কথা -কবি অনামিকা দত্ত‘এর কবিতা

0
381
Anamika Dutta

কৃষ্ণ চূড়ার কথা

কবি অনামিকা দত্ত

তুমি পাখি বলে- উড়ে যাও
কতো বন বৃক্ষের কাছে,
আমি পুষ্প তাই ঝড়ে যাই
প্রতিটি সকাল সাজে।

অস্ফুট স্বরে বলতে পারিনা
হৃদয় মর্ম ব্যাথা,
প্রতি পল্লবে তাই লিখে যাই
নিরব না বলা কথা।

তুমি পথিক বলে- দলে যাও
শত পাপড়ি ঝরা ফুল,
শোভায় ভরাবো আঙিনা বলে
ঝড়েছিলাম তাই ভুল।

ফুটে যাই প্রতি সকাল-সাজে
রঙে রাঙিতে প্রকৃতি,
ঝরে যাই শত বেদনা লুকিয়ে
নিয়ে কতো অতৃপ্তি।

শালিক তুমি থাক যেথা
শুধাই মর্ম ব্যাথা,
পাপড়ি খুলে দেখো তাতে
আছে কৃষ্ণচূড়ার কথা।

কতো জনে কতো ভরেছে মন
শোভায় মুগ্ধ হয়ে,
তবে কেন ভাই বৃথায় হারায়
প্রতিটি পাপড়ি ক্ষয়ে।

শূন্যতা যেন নিত্য রীতি
থাকেনা কিছু রেশ,
কী দিয়ে জুড়াবো হৃদয় খানি
চেয়ে থাকি অনিমেশ।

উদাসী পথিক- তুমি তাই
বোঝোনা মর্ম ব্যাথা,
পাপড়ি খুলে দেখো তাতে
আছে কৃষ্ণ চূড়ার কথা।

Advertisement
উৎসAnamika Dutta
পূর্ববর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে নব্য শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় ভাসমান বীজতলা জনপ্রিয় হয়ে উঠছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে