কৃষ্ণ সাপের হলুদ বিষ
কবি মুতাকাব্বির মাসুদ
উঁচু টিলা !
গাধার পিঠে রোদের পাহাড়
পরিপাটি মখমল নিতম্ব- আহা !
ঢেউ খেলানো শরীরতো নয়
রক্ত খেকো জোঁক!
নেশার নিশিত, স্বপ্ন ওড়ে তার জঘনে !
আদিরসে জাবড় কাটে মহাকালের ঠোঁটে !
স্বপ্ন কী আর মাগনা হাঁটে গাধার পিঠে ?
জোড়া চোখের নীল মোহনা
‘ছুঁইতেমরা’ চোখ কৃষ্ণসাপের হলুদ বিষ !
গোটা সকাল উধাও!
লাল কমলের নীল পাপড়ি আগুনখালে ভাসে
সাধু কবে সন্ন্যাস হলো শুনেছো কী কবে ?
শুনো মিয়া !
হাতি একখান গাড়ায় আছে
চামচিকারা পাশেই!
পিঁপড়া একখান কামড় দিলে ভূমিকম্প ওঠবেই !
তাই বলে ভেবোনা-সময় তোমার পাল্টে গেছে !
লালমুলারও সাদা শরীর-ছিলে একবার দেখোনা !
গঙ্গা যদি রাঙা হয় লোহিত তবে কী ?
মনে রেখো !
ঢেউ যখন ওঠবে মিয়া
ভাসায় দেবে সবই !
১৯-০৯-২০২০
Advertisement