কৃষ্ণ সাপের হলুদ বিষ -কবি মুতাকাব্বির মাসুদ‘এর কবিতা

0
295
Mutakabbir Masud

কৃষ্ণ সাপের হলুদ বিষ

কবি মুতাকাব্বির মাসুদ

উঁচু টিলা !
গাধার পিঠে রোদের পাহাড়
পরিপাটি মখমল নিতম্ব- আহা !
ঢেউ খেলানো শরীরতো নয়
রক্ত খেকো জোঁক!
নেশার নিশিত, স্বপ্ন ওড়ে তার জঘনে !
আদিরসে জাবড় কাটে মহাকালের ঠোঁটে !
স্বপ্ন কী আর মাগনা হাঁটে গাধার পিঠে ?
জোড়া চোখের নীল মোহনা
‘ছুঁইতেমরা’ চোখ কৃষ্ণসাপের হলুদ বিষ !
গোটা সকাল উধাও!
লাল কমলের নীল পাপড়ি আগুনখালে ভাসে
সাধু কবে সন্ন্যাস হলো শুনেছো কী কবে ?
শুনো মিয়া !
হাতি একখান গাড়ায় আছে
চামচিকারা পাশেই!
পিঁপড়া একখান কামড় দিলে ভূমিকম্প ওঠবেই !
তাই বলে ভেবোনা-সময় তোমার পাল্টে গেছে !
লালমুলারও সাদা শরীর-ছিলে একবার দেখোনা !
গঙ্গা যদি রাঙা হয় লোহিত তবে কী ?
মনে রেখো !
ঢেউ যখন ওঠবে মিয়া
ভাসায় দেবে সবই !

১৯-০৯-২০২০

Advertisement
উৎসMutakabbir Masud
পূর্ববর্তী নিবন্ধনাটোরে আইপি ইস্যুতে ইউনিয়ন পরিষদের সাথে আদিবাসীদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধসিংড়ায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে কামরানের গণসংযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে