ক্লান্ত হতে নেই বন্ধু -দেবাশীষ সরকার‘এর কবিতা

0
127
Debashish Sarker

ক্লান্ত হতে নেই বন্ধু

দেবাশীষ সরকার

ঘুম জাগা পাখির মতো
রাত ভর শুনিয়ে যাও সান্তনার গান,
দিনের প্রখর আলোয়
চোখ মেলে দেখো, মৃত্যুর মিছিল
ভাঙ্গা পোড়া কপাল,ফ্যাকাশে মুখ,
ধর্ষীতার কান্না, আর হৃদয়ে রক্ত ক্ষরণ।
চিন্তা করো না বন্ধু
ক্লান্ত হতে নেই
আমি ভালো আছি
খুব খুব ভালো আছি
সময়ের সাথে সকল দিকের
সকল কালের স্বাক্ষী হয়ে।
তবুও চিন্তা করো না বন্ধু
আধমড়া কিংবা মড়া অথবা
শরণার্থী বেশ আর পরবাস নিয়তি।
মন আজ বুঝেছে সব-ই
তাই প্রাণ খুলে হাসি।
তুমি চিন্তা করো না বন্ধু
আমি ভালো আছি
খুব, খুউব ভালো আছি…….

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লেখক সামাউন আলী বাংলা সাহিত্যে অবদানের জন্য রৌপ্য পদক পেলেন
পরবর্তী নিবন্ধবাঙালির হৃদয় ভাঙার গল্প -কবি গোলাম কবির

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে