ক্ষমা করো আমায়- অমিতকুমার বিশ্বাস

0
221

ক্ষমা করো আমায়- অমিতকুমার বিশ্বাস

জন্মদিনে উপেক্ষিত বসতভিটের বিভূতিভূষণ! বছরের এক-দুটোদিন ধুলোময়লা মুছে যে শ্রদ্ধাজ্ঞাপন হয়, গভীর অসুখে তা থেকেও বঞ্চিত আমার ঈশ্বর!
পথের কবির শরীর ভর্তি ধুলোময়লা। প্রকৃত লকডাউন!
অসুখটা অনেক গভীরে!
নিজের প্রতি রাগে মরছিলাম খুব! এই ভালোবাসি আমার ঈশ্বরকে? আহা, একটু ধুলো মুছে দেবারও যোগ্যতা নেই আমার!
ক্ষমা চাইছি ঈশ্বরের কাছে। ক্ষমা করো আমায়….

গতকাল, ১২ সেপ্টেম্বর দুপুর আড়াইটের দৃশ্য। কথাসাহিত্যিকের জন্মদিন, যদিও ২৮ ভাদ্র নয়।
————————————————————-
কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি, শ্রীপল্লি-বারাকপুর, গোপালনগর থানা, বনগ্রাম।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭,আটক ৪
পরবর্তী নিবন্ধনাটোরে পোষ মানানো সাপের ছোবলে অভিজ্ঞ সাপুড়ের মৃত্যু 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে