খিরির বৃক্ষ -কবি নুর মহাম্মদ‘এর কবিতা

0
219
নুর মহাম্মদ

খিরির বৃক্ষ

কবি নুর মহাম্মদ

পৃথিবীর বেশির ভাগ মানুষ
পরজন্মে বিশ্বাসি না।
আমি বিশ্বাস করি।
কেননা আমি পরজন্মে অচিন
বৃক্ষ হতে চাই।
মানুষ আমার ডাল ভাংগে ভাংগুগ,
পাতা ছেরে ছিরুক,
শরিরে আঘাত করে করুক
তার পারেও আমি অচিন বৃক্ষ হব।
কেননা আমি অচিনই থেকে যাব।
দূর দুরান্ত থেকে মানুষ;
দেখতে আসবে আমায়।
ক্লান্ত পথিক, আমার ছায়ায় শরির জুড়াবে-
জুড়াবে মন প্রাণ।
হাজারো পাখি বাসা বানাবে
আমার ডালের ফাঁকে ফাঁকে।
তোমরা ভুলেই যাবে আমার জন্মকথা।
আমি বেঁচে থাকবো কত শত বছর।
আমি অচিন বৃক্ষ হব।
আমিই খিরির বৃক্ষ হব।

Advertisement
উৎসনুর মহাম্মদ
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় যমজ সেই তিন শিশুর একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধতোমার পথের সাথী হবো -তাহমিনা মুন্নী‘এর ছড়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে