“গা ঘেঁষে দাঁড়াবেন না” কবি ভায়লেট হালদার‘এর কবিতা

0
433
Violet-Halder

“গা ঘেঁষে দাঁড়াবেন না”

কবি ভায়লেট হালদার

ধর্ষণেচ্ছু পুরুষ দেখলে গভীর ক্রোধে বলতেই পারি,
যৌনউন্মাদ, গা ঘেঁষে দাঁড়াবেন না।
মানবিক বোধ সজাগ রাখুন।
কি এসে যার অসভ্য পুরুষের?
পুরুষ বলেছে অপয়া নারী, ডাইনী নারী।
যা বলবো তা শুনবে নারী।

কামনার আগুনে পোড়াবে নারী
শপিং কমপ্লেক্সের ট্রায়াল রুমে আজব চোখে ছবি হয়ে,
নারীর বিবসনা ছবি ভাইরাল হবে।
নারীর সম্ভ্রম নিলাম করা দালালের দিকে
বিরক্তি ভরে তাকিয়ে বলতেই পারি,
অশ্লীলতার দূত, গা ঘেঁষে দাঁড়াবেন না ।
মানবিক বোধ সজাগ রাখুন।
তাতে কি এসে যায় নির্লজ্জ পুরুষের?
পুরুষ বলেছে শক্তি তার, সাহস তার,
লজ্জা ভূষণ নারীর একার।

রক্তমাংসের গন্ধ শুকে,
সুযোগ বুঝে নারীর গায়ে হাত রাখে।
লজ্জায় অপমানে চিৎকার করে বলতেই পারি,
নির্লজ্জ কামুক, গা ঘেঁষে দাঁড়াবেন না।
মানবিক বোধ সজাগ রাখুন।
তাতে কি এসে যায় লম্পট পুরুষের?
পুরুষ বলেছে অসতী নারী, পাপী নারী,
ঘরে ভেতরে থাকবে নারী।

ভীড়ের ভেতর নিতম্ব খামচে ধরা হাতকে
এক ঝটকায় সরিয়ে দিয়ে বলেই পারি,
অসভ্য নরাধম, গা ঘেঁষে দাঁড়াবেন না।
মানবিক বোধ জাগিয়ে তুলুন।
তাতে কি এসে যায় বর্বর পুরুষের?
পুরুষ জেনেছে, পৃথিবী তার, শাস্ত্র তার,
স্বপ্ন তার, গোটা জগত সংসার তার।
পুরুষের জয়গানে মত্ত একচোখা বিবেচনাবোধকে,
ভাগাড়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলতেই পারি,
পুরুষতন্ত্রের রক্ষকগণ, গা ঘেঁষে দাঁড়াবেন না।
মানবিক হোন, সুন্দর হোন।
জেনে রাখুন্, শরীর আমার, সিদ্ধান্ত আমার।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“অবয়ব” কবি ফাহমিদা সুহা‘এর কবিতা
পরবর্তী নিবন্ধ“দুঃখ না পেলে এখন আর ভালো লাগে না”- আক্তারুজ্জামান লেবু’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে