গুরুদাসপুরে অসহায় মানুষের পাশে যুবলীগ সভাপতির ঈদ উপহার

0
625
Sandip

সন্দীপ কুমার গুরুদাসপুর:করোনা ভাইরাস (কভিট-১৯) সংক্রমণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকডাউন ঘোষণায় নাটোর গুরুদাসপুরে মানবেতর জীবনযাপন হয়ে উঠেছে কষ্টহীন। আর এই কষ্টহীনতা মধ্যে সামনে রয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। এবার রোজার শেষভাগে এসেও কর্মহীন মানুষের ঈদ উদযাপনে তাদের পরিবারে নেই কোনো আনন্দ । তাই এই দুর্যোগকালে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার নিয়ে ৩০০ কর্মহীন পরিবারের পাশে দাঁড়ালেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম। রোববার সকালে প্রধান অতিথি মো. আব্দুল কুদ্দুস এমপির অনুপস্থিতিতে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন উপজেলার দুর্গাপুর-রাবারড্যাম এলাকার কর্মহীন মানুষের মাঝে ওই ঈদ উপহার দেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিয়াঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ কর্মহীন মানুষদের মাঝে ঈদ সামনে রেখে একপিচ করে সেমাই, এক কেজি আটা, আধাকেজি চিনি, গরম মসলা, ফুলপিঠা, টুপি, আতরসহ মাস্ক উপহার দিয়েছি। করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের সহযোগিতার জন্য সবাইকে সচেতনতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে মুক্তিযোদ্ধা সন্তানের আবেগঘন ক্ষুদে বার্তা- পাশে দাড়ালেন ইউএনও
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ-বার্তা ২৪ এর সাংবাদিকসহ আহত-২

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে