গুরুদাসপুরে কর্মহীনে খাদ্যসহায়তা দিলো রানা অটোরাইস মিল

0
520
Ranar

সন্দীপ কুমার, গুরুদাসপুর,নাটোরকন্ঠ: মহামারী প্রাকৃতিক দুর্যোগ করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পরা ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা উপহার দিয়েছে নাটোর গুরুদাসপুর উপজেলার রানা আটো রাইস মিল। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় গুরুদাসপুর উপজেলার পৌর সদরের খলিফা পাড়ায় অবস্থিত রানা আটো রাইস মিলের স্বত্তাধিকারী আলহাজ নবীর উদ্দিন মৃধা মীল চত্তরে ওই খাদ্য সহায়তা উপহার সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাউল,আটা,আলু,ডাল,লবন ও কাঁচা মরিচ। এ সময় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নিজাম উদ্দিন বাবু,সমাজ সেবক নাছির উদ্দিন মোল্লা,আরিফুল ইসলাম আরিফ উপস্থিত ছিলেন। আলহাজ নবীর উদ্দিন মৃধা জানান,করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরা মানুষগুলো কাজ হারিয়ে নিদারুন খাদ্য সংকটে আছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা গ্রামের অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে ভালো লাগছে। খাদ্য সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি। জাতির এই সংকটকালে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরের প্রতিষ্টানিক কোয়ারেন্টাইনে ঠাঁই হলো ঢাকার যাযাবর পরিবারের
পরবর্তী নিবন্ধসিংড়ায় করোনা ঝুঁকিতে পশ্চিম ভেংরী ও মুশিগাড়ী গ্রাম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে