গুরুদাসপুরে জমি বন্ধকের টাকায় ঈদ সামগ্রী উপহার বিতরণ

0
561
Tran

সন্দীপ কুমার, গুরুদাসপুর নাটোর কণ্ঠ:করোনা ভাইরাস (কভিট-১৯) সংক্রমণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছেন আহম্মদ আলী মোল্লা নাটোরের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) এর অসহায় মানুষের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী উপহার দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। নিজের ২ বিঘা জমি অন্যের কাছে বন্ধক রেখে তিনি ঈদ উপলক্ষে ১ হাজার পরিবারের মাঝে ওই ঈদ সামগ্রী বিতরণ করছেন। প্রতিটি খাবারের প্যাকেটে রয়েছে চাল, ডাল, আটা, চিনি, সেমাই, লাচ্ছা, দুধ, আলু, পেঁয়াজ ও সাবান। শুক্রবার সকালে গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী বাজারে প্রায় শতাধিক কর্মহীন ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি আবু তাহের সোনার, এ্যাড.গোলাম সরোয়ার স্বপন,সাব্বির আহম্মেদ মিঠু, এনামুল ইসলাম ইনুসহ প্রমুখ। উল্লেখ্য,এর আগে করোনায় কর্মহীন ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিজের ২ বিঘা জমি কট রেখে ১ হাজার অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে আবারো উপহার তুলে দিচ্ছেন। আহম্মদ আলী মোল্লা বলেন, গরীব অসহায় মানুষের পাশে সব সময় দাড়িয়েছি। করোনায় কর্মহীন ১৫০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আরো এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী উপহার দেওয়ার জন্য নিজের ২ বিঘা জমি অন্যের কাছে কট রেখেছি। অসহায় হত দরিদ্র মানুষের পাশে ছিলাম সব সময় থাকবো। তার খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুর উপজেলায় বিএনপি ও যুবদলের ঈদ সামগ্রী উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় পল্লী বিদ্যুতের বিল পরিশোধে সামাজিক দূরত্বের হালচাল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে