গুরুদাসপুরে জেলে পরিবারের মাঝে ১০ লাখ টাকার প্রণোদনা

0
604
Kuddus
সন্দীপ কুমার গুরুদাসপুর,নাটোরকন্ঠ:করোনা ভাইরাস (কভিট-১৯) সংক্রমণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকডাউন ঘোষণায় নাটোরের গুরুদাসপুর উপজেলায় কর্মহীন, দরিদ্র ও অসহায় জেলে পরিবারের মাঝে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের আয় রোজগার বৃদ্ধির লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলার ৫০ জেলে পরিবারকে ১০ লাখ টাকার প্রণোদনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সাবেক প্রতিমন্ত্রী মো. আব্দুল কুদ্দুস এমপি ৫০ জেলে পরিবারকে ছাগল, মুরগী, পায়ে চালিত ভ্যান, সেলাইমেশিন ও থানকাপড় প্রদান করেন। এরমধ্যে ২৫ পরিবারকে ৪টি করে ২০০টি ছাগল, সাত পরিবারকে ৫৬০টি মুরগী, ১২ পরিবারকে ১২টি ভ্যান, ছয়জনকে সাতটি সেলাইমেশিন ও ৪০ গজ করে থানকাপড় প্রদান করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ইউএনও মো. তমাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, ওসি মোজাহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা একেএম আলমগীর কবির, কৃষি কর্মকর্তা আব্দুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় প্রফেসর জার্জিস কাদির বাবুর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধনলডাঙ্গায় কর্মহীন গরীব অসহায়দের মাঝে এমপি রন্তার ঈদ সামগ্রী বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে