গুরুদাসপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও জরিমানা

0
133
nATORE KANTHO

মো. আখলাকুজ্জামান : নাটোরের গুরুদাসপুরে নিত্যপন্যের বাজার সহনীয় রাখতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

মো. তমাল হোসেনের নেতৃত্বে উপজেলার বানিজ্যনগরী চাঁচকৈড় বাজারের বিভিন্ন পাইকারি আড়ৎ ও খুচরা বাজার দোকান মনিটরিং করা হয়। এ সময় গুরুদাসপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয় বিক্রয় রসিদ পরিবীক্ষণ করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২’টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মো. তমাল হোসেন বলেন, কোনো অবস্থাতেই নিত্যপন্যের বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে দেওয়া হবেনা। যারা অসাধুপয় অবলম্বন করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপুকুর খনন বন্ধের দাবিতে কৃষকদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধহতবাক এলাকাবাসী : রাস্তা নেই তবুও নির্মাণ হচ্ছে সেতু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে