গুরুদাসপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

0
547
Rice

 সন্দীপ কুমার গুরুদাসপুর: মহামারী করোনা ভাইরাস (কোভিট১৯) উপেক্ষা করে সর্ব জনসাধারণের কথা চিন্তা করে নাটোরের গুরুদাসপুর উপজেলায় বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। আজ শুক্রবার সকাল ১০ টায় গুরুদাসপুর উপজেলায় খাদ্য গুদামে ফিতা কেটে এর উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র মো: শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, খাদ্য নিয়ন্ত্রক উম্মেহানী কুলসুম, ও মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল হক শেখ উপস্থিত ছিলেন। এই সময়ে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ খান জানান ৩ হাজার ১০৬ মেট্রিক টন চাল খুচরা ৩৬ টাকা কেজি ৭০৬ মেট্রিক টন ধান ২৬ টাকা কেজি দরে আগামী ৩০ শে আগস্ট পর্যন্ত কয় করা হবে। এই চাল ক্রয় করা হবে মিল মালিকদের কাছ থেকে আর ধান কয় করা হবে কৃষকদের কাছ থেকে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
পরবর্তী নিবন্ধগুরুদাসপুর উপজেলায় বিএনপি ও যুবদলের ঈদ সামগ্রী উপহার বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে